শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

ছেউরিয়ার ঘাট

 ছেউরিয়ার ঘাট

- সাকিব জামাল


গাঢ় অন্ধকার রাত। হঠাৎ আকাশে ভাসে-

ষোলআনা যৌবনা একখানা চাঁদ। দেখে, বিস্মিত

এক গৃহত্যাগী বাউল। স্পর্শ আহ্বানে ধরে গান।

বাউল হাসে, চাঁদ হাসে।

বাউল হাটে, চাঁদ হাটে।

আপ্লুত মনে- চলে ছেউরিয়ার ঘাটে।

অথচ, নদীতে তখন তুমুল ঢেউ!

মন মজে- মোহ মোহনায়।

পাড়ি দেবার আশায়, পা বাড়াতেই-

সঙ্গত কারণে চাঁদ লুকায় ফের। ছলে, 

একতারা ভেঙে পড়ে জলে।

একলা বাউল আরও একা হয়ে যায়- তত্ত্বমতে!

মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

লীলাবতী, এই শীতে...

লীলাবতী, এই শীতে...

- সাকিব জামাল


পৌষ, প্রথম পক্ষ। কেটে গেছে অভিমান।

কমেছে কাঁটার ভয় দেখানোর কাল।

ফুটেছে 'মুচিফুল' প্রেমে- আসন্ন বংশধর!

রসবতী খেজুর গাছ-

মুচকি হেসে, ডাকে,

"গাছি, ব্যবচ্ছেদ করো আমায়!

হাঁড়ি বাধো। এই দেহের-

যৌবনা দহন জলের 

মিষ্টি স্বাদ নাও!"

এরপর, পুরো শীতজুড়ে-

জোর কোমড়ে, নিয়ত গাছে উঠি আমি!

নিগূঢ় দর্শন

 নিগূঢ় দর্শন

- সাকিব জামাল


নারী এবং ফুল, 

টিকিয়ে রাখে সভ্যতা- ভীষণ অতুল!

বাকিরা, এই দুই ঘিরে বাঁচে।

এটাই সৃষ্টির রহস্য!

বোঝা যায়- নিগূঢ় চোখে।

খেলা হবে

 খেলা হবে

- সাকিব জামাল


হ্যাঁ, খেলা হবে!

জনগনও খেলতে চায় এবার। 

সবুজ মনে কৃষ্ণচূড়ার রঙে,

শাদা পায়রার ডানায় ডানায় উড়ে-

সব রাজনৈতিক দলের সাথেই খেলতে চায়।

স্বপ্ন একটাই- 

সুশাসনের গোলটি নিখুঁতভাবে করা।

রেডি তো সবাই!

উড়বেই পতাকা জনতার বিজয়ের।

শনিবার, ৫ নভেম্বর, ২০২২

শঙ্খচিল সিনড্রোম

 

শঙ্খচিল সিনড্রোম

গতরাতে তোমাকে স্বপ্নে দেখার ইচ্ছে ছিল,
অথচ স্বপ্নে দেখেছি শঙ্খচিল! উড়ে গেলো...
এরপর, দিন কেটেছে-
একলা একা। ভীষণ অস্থিরতায়!
রাত নেমেছে- ভয়ে!

অতঃপর...

একটি বন্ধু আছে আমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে-
সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে। শেষমেশ,
তার সাথেই দেখা করতে হলো...!

দেহতত্ত্ব

 

দেহতত্ত্ব

- সাকিব জামাল

লাল ফুল। শাড়ির ভাঁজে লুকানো কোমল মাস্তুল।
          কোথা থেকে আসে জল,
          কোথায় গিয়ে হয় ফল?
ধ্যাণে জ্ঞানে বোঝে যারা- তারাই মূলত ঋষিকুল!
খালি চোখে-
           কামরূপ! শুধু দেহ। খানিক মোহ।
           ভ্রমর পাগল অহরহ।
           ফলঃ অগ্নিদহ!
ধীর লয়, আত্মাঃ স্থিরময়।
           খুঁজে পায়-
           সৃষ্টির সাথে স্রষ্টা কীভাবে মিশে রয়! প্রেমরূপে-
কোন কোঠায়? কোন ফুল, ফল হয়- কোন সাধনায়?