সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
খেলা হবে
- সাকিব জামাল
হ্যাঁ, খেলা হবে!
জনগনও খেলতে চায় এবার।
সবুজ মনে কৃষ্ণচূড়ার রঙে,
শাদা পায়রার ডানায় ডানায় উড়ে-
সব রাজনৈতিক দলের সাথেই খেলতে চায়।
স্বপ্ন একটাই-
সুশাসনের গোলটি নিখুঁতভাবে করা।
রেডি তো সবাই!
উড়বেই পতাকা জনতার বিজয়ের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন