লীলাবতী, এই শীতে...
- সাকিব জামাল
পৌষ, প্রথম পক্ষ। কেটে গেছে অভিমান।
কমেছে কাঁটার ভয় দেখানোর কাল।
ফুটেছে 'মুচিফুল' প্রেমে- আসন্ন বংশধর!
রসবতী খেজুর গাছ-
মুচকি হেসে, ডাকে,
"গাছি, ব্যবচ্ছেদ করো আমায়!
হাঁড়ি বাধো। এই দেহের-
যৌবনা দহন জলের
মিষ্টি স্বাদ নাও!"
এরপর, পুরো শীতজুড়ে-
জোর কোমড়ে, নিয়ত গাছে উঠি আমি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন