গ্রামীণ জোছনা
- সাকিব জামাল
জোছনা ডাক দিয়েছে- বাবুই বাড়ির মোহনায়,
জানালার গ্রিল ভেঙে উড়াল মেরেছে চোখ!
টিকছে না জোনাকি মন, এই শহরে আর!
শহুরে রাত- চুমু খেয়ে, তৃপ্তি নেই।
চোখ, ঠোঁট অস্থির। ছুটে চলে গ্রামে- পাখির ডানায়।
বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, মাঝ বরাবর-
যেন কিশোরী শরীরের ভাঁজ- মেঠো পথ।
আকাশের কাপে,
স্বর্গঘ্রাণে, চুমুকে চুমুকে-
এসো, সে পথে চলি দু' আত্মা অবিরাম ধ্যানে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন