শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

কিক

 কিক

- সাকিব জামাল


সুযোগ পেলে- 

মানুষকেও কিক মারে মানুষ!

অথচ, সময়ের প্যারামিটারে-

সব খেলাই ঠুনকো ফানুস!



নয় ছয়! অতঃপর, জয়।

ক্ষণকালের অনুভূতি মাত্র!



একটু হ্যাপি হরমোনের জন্য-

মানুষ কী করে অমানবিক হয়?

এসব দেখে,

নিরবে কাঁদে- মহাসময়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন