ফেব্রুয়ারি কথা কয়
- সাকিব জামাল
আমার রাতের চোখে তাঁকাও, তোমার সকাল হয়ে যাবে!
গাঢ় গাঢ় অন্ধকার, ভেঙে ভেঙে-
ফুটবে ভোরের স্বর্ণরাঙা রোদের ফুল- স্বাধীন।
কোমল বসন্তের অপেক্ষায়-
লাল চোখেরা রাত্রি যাপনে ক্লান্ত হয় না,
শীতনিদ্রা শেষে দ্রোহে জাগে। কুহু কুহু বাংলা শ্লোগানে-
ভূ-রাজনৈতিক স্ট্রাটেজিসকল,
মাকড়শার জালের মতো উপেক্ষা করে-
গেয়ে ওঠে স্বদেশের গান। অবিরাম...
আমার রাতের চোখে তাঁকাও, তোমার সকাল হয়ে যাবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন