শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

মহুয়া

মহুয়া

- সাকিব জামাল


যখন রাত নেমে আসে-

তোমার লালটিপে সূর্য ওঠে আমার!

অন্ধকার ভেঙে, চলি চুপি চুপি

রজনীগন্ধার দূয়ারে। অবাক চোখে দেখি- 

এক রহস্যময় পৃথিবী!

ঐশ্বরিক আর লৌকিক পার্থক্যহীন, 

সময়ের বুকে জ্বলে মিহি জোছনার মতো- 

মাটির প্রদীপ। আগরবাতি।

আলোকিত প্রেমে- 

তোমার মহুয়া দেহের প্রিয়তম পুজোয়,

কেটে যায় এমনও রাত আমার- 

একদম ক্লান্তিহীন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন