সোমবার, ৩১ জুলাই, ২০২৩

প্রতিনায়ক

 প্রতিনায়ক

- সাকিব জামাল


রোদফাটা আকাশে আমার, মেঘের ভাসান হও তুমি প্রিয়। 

ফোটাও বৃষ্টিফুল! ভীষণ ব্যাকুল মন ভেসে ভেসে যাক  

বেহুলার কোলে- জলের গানে গানে। 

প্রাণে লুকানো বিরহের নীলপদ্ম,  

ক্লান্ত জনম যার, তার বাসরে নেচে উঠুক দ্রোহ মুকুল

ভেলার বুকে জ্বলুক বজ্রমুষ্টিবদ্ধ জীবনের জয়- প্রেমে।

মনসা নত হোক প্রতিনায়কের বৈজ্ঞানিক কৌশলে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন