সোমবার, ৩১ জুলাই, ২০২৩

ভিন্নরকমের ভিনাস্ট্রাফোবিয়া

 ভিন্নরকমের ভিনাস্ট্রাফোবিয়া

- সাকিব জামাল


অথচ কেবল তুমি সামনে এলে, ভিনাস্ট্রাফোবিয়ায়-

আমি ভুগি সাইকোলজিকাল অ্যাফাসিয়ায়!

মনের কথা মনে থাকে, মস্তিষ্কজুড়ে- 

শুধু কল্পনার কোলাজ ঘুরপাক খায়।



একদিনের কথা বলি...



আমাদের দেখা হয়েছিল, অলস বৃষ্টির দুপুরে।

হতে পারতো তুমুল কথার উৎসব!

কিন্তু সবকিছু ভুলে, আমি ডুবেছিলাম-

যুগল গানে ময়ূরীর মায়াবী নাচে।

কদমফুল ঢেকে রাখা পাতার খাঁজে।

টিনএইজ ডাহুকদের লুকিয়ে যাওয়া বনে!



কতো স্বপ্ন, কতো প্রেম, কতো সঙ্গমচিত্র

আমাদের চোখের সামনে ছিল, 

তবুও মুখ খোলেনি- আমার চুপকথারা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন