বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

এই শ্রাবণে

 এই শ্রাবণে

- সাকিব জামাল


এই শ্রাবণে, তোর দেহে হাসনাহেনার ঘ্রাণ। 

রাত বেরাতে পাগলপ্রায় কৃষ্ণ মেঘের প্রাণ।।



চাইলে তুই, তুমুল বৃষ্টি- 

নামাতে পারিস আজ,

বিজলীর চমকে সাজুক বাসর, 

নেই একটুকুও লাজ!

টাপুর টুপুর সুরে সুরে, হোক বাদল দিনের গান।।



বৃষ্টির শেষে মিষ্টি হেসে

আসুক সোনার একটা ভোর,

শাড়ির ভাঁজে আঁকিবুঁকি আয়

রংধনুটা ফের তোর!

আকাশজুড়ে উঠুক জমে শুধু ভালোবাসার গান।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন