বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

গল্পহীন সন্ধ্যার কাব্য

 গল্পহীন সন্ধ্যার কাব্য

- সাকিব জামাল


সন্ধ্যাবেলায় তোমার সাথে গল্প করবো বলে

সকাল থেকে পাখির চোখে চেয়ে আছি



প্রেমের পিদিম হঠাৎ মেঘের আড়ালে ঢেকে যায়

অন্ধকার অনুভব করি বুকে। বুঝতে পারি- 

কেউ কাছে আসবে না এই দুর্যোগপূর্ণ জলহাওয়ায়

অদূরে একটি কাঠঠোকরা উদ্ভ্রান্তপ্রায়

ঝড়ে ভেঙে গেছে আশ্রয়বৃক্ষ।



হতাশা ও উদ্বাস্তু জীবনের উদ্বোধন হলো,

আমার ও কাঠঠোকরার গল্পহীন সন্ধ্যায়।

--------

কবিতাটি দৈনিক সমকাল এর কালের খেয়ায় প্রকাশিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন