শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

হাওর পাড়ের কন্যা

 হাওর পাড়ের কন্যা

- সাকিব জামাল


ওগো হাওর পাড়ের কন্যা, 

এই হৃদয়ে বইয়ে দাও প্রেমের জলের বন্যা। 

দখিনের বাতাসে উঠুক ছোট-বড় ঢেউ 

ছলাৎ ছলাৎ বয়ে চলুক 

মনইঞ্জিনের নাও। না-জানুক কেউ! 

মিঠামইনে, এই জল তরঙ্গে 

গোপন অভিসারে আজ ঐ আকাশের চাঁদ 

ডুবে যাক রাতের মৃদু আঁধারে! 

ওগো হাওর পাড়ের কন্যা, 

এমনও প্রেমের পুজোয় দেবী 'না' করে না! 

-------- 

কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন