দেশের তরে শপথ
- সাকিব জামাল
এই দেশটা আমার দেশটা তোমার
দেশটা জনতার,
দেশের জন্য অন্তরে প্রেম
থাকতে হবে সবার।
দেশের মান দেশের সম্মান
দেশের সকল সম্পদ,
রাখতে হবে আগলে এসব
আসুক যতো বিপদ।
দেশের ক্ষতি মানুষের ক্ষতি
যাবে না মানা তাই,
দেশের তরে এতোটুকু শপথ
সবার থাকা চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন