এক রুমের বাসা খুঁজছি
এক রুমের বাসা খুঁজছি ভীষণ...
আমি আর আমি থাকবো একা!
আমার সাথে কথা কবো
গান গাইবো,
করবো ঘূর্ণিনাচ।
নিজের সাথে নিজের হবে দেখা,
বলবো মন, বাঁচ।
আনন্দে বাঁচ। ভীষণকরে বাঁচ!
আমি আর আমি থাকবো একা!
আমার সাথে কথা কবো
গান গাইবো,
করবো ঘূর্ণিনাচ।
নিজের সাথে নিজের হবে দেখা,
বলবো মন, বাঁচ।
আনন্দে বাঁচ। ভীষণকরে বাঁচ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন