রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

দূরত্ব

 দূরত্ব

- সাকিব জামাল


বহুদিন, বেশ বহুদিন... 

চোখ রাখা হয়নি তোমার চোখে! 

কপালের টিপ আজ 

নেই মাঝ বরাবর ঠিক; একটু একপেশে। 

কথাগুলো নেই সহজ সরল, 

সরল নেই চোখের চাহনি। 

বাসনায় বদলে যাও, আপত্তি নেই! 

তবু প্রেমকে এঁকো না তুমি, 

অনাকাঙ্খিত বক্ররেখায়। 

এই শংকায়, আশংকায়- 

সকল দূরত্ব মানতে রাজি আছি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন