বয়ো:সন্ধি পেরিয়ে এক মায়াবী রাতে চাঁদে লাগলো যৌবনের ঢেউ !
ঢেউ ঢেউ জোসনার জলস্রোত মনের জানালা ভেঙে ভাসিয়ে নিচ্ছে একেলা সময়-
একেলা সময় উদ্বীপ্ত হলো স্বপ্নের ফেনিল তরঙ্গমালায়-
তরঙ্গমালায় উত্থান পতন : স্বপ্ন বনাম দু:স্বপ্নের মতন !
হৃদয় নদীতে তবুও চলে জোসনার খেলা, যৌবন যে বাধাহীন- থামেনা স্বপ্নের মেলা ।
শুভ্র চাঁদোয়া যৌবন জন্ম দেয়- সাদা গোলাপ : সমতা, পবিত্রতা, বিশুদ্ধতা ।
গোলাপ ঘিরে প্রেমের স্ফুরণ হয় মনে- জোসনার জলস্রোত পবিত্র করে হৃদয়, বলে যায়-
ভালোবাসো । আলো ছড়াও । স্বপ্ন জাগাও - অন্যমনে ।
যেন আর আঁধার না নামে পৃথিবীর বুকে মানব মননে ।।
আর কখনো যেন জোসনার জলস্রোত না থামে, না থামে যৌবন- সাদা গোলাপের মুর্হুমুহু জন্মদানে ।
ঢেউ ঢেউ জোসনার জলস্রোত মনের জানালা ভেঙে ভাসিয়ে নিচ্ছে একেলা সময়-
একেলা সময় উদ্বীপ্ত হলো স্বপ্নের ফেনিল তরঙ্গমালায়-
তরঙ্গমালায় উত্থান পতন : স্বপ্ন বনাম দু:স্বপ্নের মতন !
হৃদয় নদীতে তবুও চলে জোসনার খেলা, যৌবন যে বাধাহীন- থামেনা স্বপ্নের মেলা ।
শুভ্র চাঁদোয়া যৌবন জন্ম দেয়- সাদা গোলাপ : সমতা, পবিত্রতা, বিশুদ্ধতা ।
গোলাপ ঘিরে প্রেমের স্ফুরণ হয় মনে- জোসনার জলস্রোত পবিত্র করে হৃদয়, বলে যায়-
ভালোবাসো । আলো ছড়াও । স্বপ্ন জাগাও - অন্যমনে ।
যেন আর আঁধার না নামে পৃথিবীর বুকে মানব মননে ।।
আর কখনো যেন জোসনার জলস্রোত না থামে, না থামে যৌবন- সাদা গোলাপের মুর্হুমুহু জন্মদানে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন