চলছে প্রেম - তেজদ্বীপ্ত সূর্যের সাথে বাতাসের,
স্পর্শে তার ত্বক পুড়ে অন্তরের অন্দরমহলও জ্বালায় ঢের ।
মেঘছায়া অভিমান করে সরে গেছে কোন সুদূরে
বৃষ্টির মায়াও কমেছে বুঝি মানুষের তরে -
ভেজানোর খেলায় মাতে না মেঘবালিকা বহুক্ষণ !
বেরহম গ্রীষ্মকাল । অস্থির মানুষজন ।
স্পর্শে তার ত্বক পুড়ে অন্তরের অন্দরমহলও জ্বালায় ঢের ।
মেঘছায়া অভিমান করে সরে গেছে কোন সুদূরে
বৃষ্টির মায়াও কমেছে বুঝি মানুষের তরে -
ভেজানোর খেলায় মাতে না মেঘবালিকা বহুক্ষণ !
বেরহম গ্রীষ্মকাল । অস্থির মানুষজন ।
"ঐতিহ্যমাখা" দাদীর হাতপাখা হারিয়েছে বহু আগে ।
"তড়িৎ" ফড়িং আসে-যায় ফুড়ুৎ ফুড়ুৎ ! জল ছলাৎ ছলাৎ গায় জ্বলন সুরের রাগে ।
নিরুপায় হয়ে সবাই বেহাল !
চরম সংক্ষিপ্ত বসন পরে পরম শান্তির আশায়-
গরমে ভীষণ নরম হয়ে শরম তুলেছে শিকায় !
তবু থেকে যায় -বেরহম গ্রীষ্মকাল ।
"তড়িৎ" ফড়িং আসে-যায় ফুড়ুৎ ফুড়ুৎ ! জল ছলাৎ ছলাৎ গায় জ্বলন সুরের রাগে ।
নিরুপায় হয়ে সবাই বেহাল !
চরম সংক্ষিপ্ত বসন পরে পরম শান্তির আশায়-
গরমে ভীষণ নরম হয়ে শরম তুলেছে শিকায় !
তবু থেকে যায় -বেরহম গ্রীষ্মকাল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন