মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

লিও মেসি

লিও মেসি, মেসি, মেসি, লিও!
লিও মেসি, মেসি, মেসি, লিও!
ফুটবলের মাঠ কাঁপানো,
দর্শকের চোখ ধাঁধানো,
তোমার পায়ের যাদু ছন্দ,
প্রিয়,  সবার প্রিয়!
লিও মেসি, মেসি, মেসি, লিও।।

ভিনগ্রহের তারা তুমি,
ফুটবলে মাতালে বিশ্বভুমি,
তোমার কৌশলে হারে প্রতিপক্ষ,
তোমার খেলা দেখে মুগ্ধ!
লিও মেসি, মেসি, মেসি, লিও।।

চোখ জুড়ানো, হৃদয় কাড়া,
তোমার যাদুতে সবাই আত্মহারা,
কোটি প্রাণের ভালোবাসা নিও,
ফুটবলে সেরা তুমি, অতুলনীয়!
লিও মেসি, মেসি, মেসি, লিও।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন