তখনকার শাসকদল দোষ দেন এখনকার শাসকদলের,
এখনকার শাসকদল দোষ দেন তখনকার শাসকদলের,
ব্যর্থতা বা অপকর্ম লুকাতে, দোষবৃত্ত চলমান-
রাজতন্ত্র থেকে গণতন্ত্র পর্যন্ত!
দোষবৃত্ত থেকে শাসকদল যতক্ষণ বের হতে পারবে না-
ততক্ষণ জনতা "মুক্তি" পাবে না!
রাজনৈতিক দোষবৃত্ত "জনগণের অধিকার" বৃত্তবন্দি করে রাখে।।
এখনকার শাসকদল দোষ দেন তখনকার শাসকদলের,
ব্যর্থতা বা অপকর্ম লুকাতে, দোষবৃত্ত চলমান-
রাজতন্ত্র থেকে গণতন্ত্র পর্যন্ত!
দোষবৃত্ত থেকে শাসকদল যতক্ষণ বের হতে পারবে না-
ততক্ষণ জনতা "মুক্তি" পাবে না!
রাজনৈতিক দোষবৃত্ত "জনগণের অধিকার" বৃত্তবন্দি করে রাখে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন