সবুজ পাতার মতো ভেজো- দেহ। অদৃশ্য বাতাসের মতো ভেজো- মন।
সবুজ পাতার উপর-নিচ, কিনার, শিরা-উপশিরা সব পরিচ্ছন্ন হোক।
অন্তর মমও পরিচ্ছন্ন হোক একই সাথে।
দেবীর নিমন্ত্রণে- আকাশ থেকে নেমে আসা শারদীয় বর্ষার জল, ভেজো সেই শুদ্ধ জলে!
তারপর, গাও অসুর বিনাশী গান। দূর্গতি বিনাশ হোক। উত্সব হোক সবার নির্বিশেষে।
মঙ্গলালোক জ্বলুক। আজকের আবেশী মনে সময় বয়ে চলুক বছরজুড়ে।
সবুজ পাতার উপর-নিচ, কিনার, শিরা-উপশিরা সব পরিচ্ছন্ন হোক।
অন্তর মমও পরিচ্ছন্ন হোক একই সাথে।
দেবীর নিমন্ত্রণে- আকাশ থেকে নেমে আসা শারদীয় বর্ষার জল, ভেজো সেই শুদ্ধ জলে!
তারপর, গাও অসুর বিনাশী গান। দূর্গতি বিনাশ হোক। উত্সব হোক সবার নির্বিশেষে।
মঙ্গলালোক জ্বলুক। আজকের আবেশী মনে সময় বয়ে চলুক বছরজুড়ে।
পুনশ্চ, শারদীয় বর্ষার শুদ্ধ জলে ভেজো- সকলে।
----
উৎসর্গ: সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের।
----
উৎসর্গ: সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন