বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

দুঃখই আমার দীর্ঘকালীন প্রেমিকা

সুখের সাথে শুধু ব্রেকআপ হয় বারবার-
দুঃখই আমার দীর্ঘকালীন প্রেমিকা!
যখন থেকে বুঝতে শিখেছি-
লাল পরী, নীল পরী সেজে সেজে-
সুখের এই আসা- এই যাওয়া!
দুঃখই শুধু আছে মিশে-
চলার পথে সবসময়- ছায়ার মতো অবিরত। মহাকায়া!
দুঃখই আমার দীর্ঘকালীন প্রেমিকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন