আমার এপিটাফ
সাদা পালকে মৃত্যুডানায় উড়ে উড়ে এসেছি ফিরে-
কালচক্রে সন্ধ্যাবেলায় একলা পাখির আপন নীড়ে,
মহাকালের ঘরে। হে বন্ধুবর, ঘরের কারিগর, করছি নিবেদন,
কবর চৌকাঠে - একটি 'ভালোবাসার চিহ্ন' করে দিও অঙ্কন!
যে চিহ্নে 'আদম' সুরতহাল,
মিশে রয় মহাবৈশ্বিক জৈবকণায় অনন্তকাল।
এপিটাফ আমার,
লেখা সে চিহ্নের মাঝ বরাবর-
"ভালোবাসা অনিঃশেষ, চিরকাল বেঁচে থাক।
স্লেটে লেখা বিষাদ, 'বিদায়' শব্দ মুছে যাক!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন