আকাশে ভাসে মেঘের কফিন!
আকাশে ভেসে চলছে টুকরো টুকরো মেঘের কফিন!
নির্বিকার আত্মসমর্পণ শেষে- হারিয়ে যাওয়া আত্মার দল,
তার সাথে মিশে আছে স্বজন হারানোর
বিষাদময় দীর্ঘশ্বাস।
এই হলো বর্তমান পৃথিবীতে-
মেঘ সৃষ্টির ফিজিক্স!
প্রাকৃতিক পানিচক্রে এখন
চোখের জলের রূপান্তর প্রক্রিয়া মুখ্য ভূমিকায়!
স্বাভাবিক মেঘ, স্বাভাবিক বৃষ্টি কবে হবে ফের?
সে অপেক্ষার দোলাচলে প্রকৃতি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন