সব ফুলকে ভালোবাসতে নেই!
বাহারি রঙময়তা সব ফুলের থাকে, থাকে দৃষ্টি হরণকারী পাঁপড়ির ভাজ!
থাকে ঘ্রাণের টান- কাছে ডেকে নেয় পাগল প্রাণ...
তবে, সব ফুলকে ভালোবাসতে নেই!
গুণ বিচারে-
কিছু কিছু ফুল বিষের আধার!
স্বদেশি ধুতুরা কিংবা বিদেশি ওয়াটার হেমলক
উদাহরণ অনেক আছে এমন।
গুণ বিচারে চলো ভ্রমর ফুলের পানে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন