শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

তুমিকেন্দ্রিকতা

 তুমিকেন্দ্রিকতা

- সাকিব জামাল


অজান্তে হৃদয়গঙ্গায় ঘুরে বেড়ায় কতো কতো গ্রহ, নক্ষত্র!

অথচ, একমাত্র তোমাকে পেয়েছি-

যাকে কেন্দ্র করে আমি করি বাস।

আমার ভালোবাসা।

আমার পৃথিবী। 

তোমাকে আবর্তনেই-

ভালো থাকে আমার সমকাল।

তোমার উপগ্রহ হয়েই বাঁচতে চাই,

মহাজাগতিক প্রেমে আঁচলে বেঁধে রেখো আমায় আজন্মকাল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন