সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
মেঘ কারিগর মন
- সাকিব জামাল
তোমার শূন্যতায়, নিম্নচাপে, মেঘ কারিগর মন।
শীতল বিরহে বৃষ্টি নামে, দু'চোখে প্লাবন!
যতোই বলি, থামো এবার,
লোনা প্রবাহের কী দরকার!
বোঝে না মন, করে আয়োজন, বৃষ্টির আলিঙ্গন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন