শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

চলো বহুদূর

 চলো বহুদূর

- সাকিব জামাল


সময়ের ডালে নিপুন বাবুই পাখির মতন,

স্বপ্নের সাথে স্বপ্ন বুননে ছুটে চলো মন।

চলো বহুদূর নিজের মতো করে, 

করো বাস আপন স্বপ্নঘরে।

ভুলে যাও ঋনাত্মকজনের তিক্ত কথন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন