সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

বৃষ্টি, তোমার অভাবে

 বৃষ্টি, তোমার অভাবে...

- সাকিব জামাল


আকাশে যতোই থাকুক মেঘ মেঘ ভাব,

তুমি নেই পাশে, তাই বৃষ্টির অভাব!



অথচ, এই মন চায় এখন-

                প্রেমপবিত্র বৃষ্টি নামুক আজ,

বাজুক কথার নুপুর তোমার, 

               মাতুক অঙ্গে অঙ্গে কারুকাজ!

টাপুর টুপুর কাটুক সময়, 

                     ছলাৎ ছলাৎ চলুক রাত,

জলজযাত্রায় সিক্ত হোক জমিন, 

                      মুছে যাক বিরহবরাত!



ছুটে এসো, দ্রুত তুমি, ময়ূর পেখম মায়ায়,

তাপদগ্ধ একেলা ভুবন, বৃষ্টিহীন কেটে যায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন