সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
মানবতার ক্ষমতায়ন
- সাকিব জামাল
অগ্রজ-অনুজ ঐক্যহীনে,
একলা মানুষ বোকা!
অধিকার আদায়ের সংগ্রামে,
ফলাফল হয়- ধোঁকা!
মানবতার ক্ষমতায়নে-
চাই দায়িত্ববোধের টান।
প্রজন্ম দূরত্বে ভেদাভেদ নয়,
ধরো মানবপ্রেমের গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন