সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

সলোকপ্রার্থী

 সলোকপ্রার্থী

- সাকিব জামাল


আমি কেবল তোমার রঙের সলোকপ্রার্থী!



রহমে তোমার, অধমের দাগমাখা কলবে-

প্রয়োজনমতো 'নিয়ন্ত্রিত' 

আলোকধারা বয়।

সাথে ঠিক ঠিক,

প্রেমিক পায়- 

তৃষ্ণার ছায়া, নিয়মমাফিক।

জেগে ওঠে প্রেমে, 

সতেজ রয়।

তোমার 'নিরাকার' নূরে-

দূর হয় আঁধার, 

দূর হয় ভয়।

বাঁচে আদম সন্তান তোমার মহব্বতে।



আমি কেবল তোমার রঙের সলোকপ্রার্থী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন