রবিবার, ৩ এপ্রিল, ২০২২

নো দাইসেল্ফ

 নো দাইসেল্ফ

- সাকিব জামাল


তিন'শ ষাট ডিগ্রি চোখে,

গভীর অন্ধকারে, একদিন নিজেকে দেখেছি-

স্বভাবে আমিও গিরগিটিঃ 

রূপ বদলাই- মোহে!

প্রয়োজনে অথবা অপ্রয়োজনে-

নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি পৃথিবীর ধোঁকায়।

অতঃপর, দুঃখে কাঁদি- 

ব্যর্থ জনম।

স্ব-পাঠ শেষে, বলি,

"আমার কেবলই রূপ হোক মানুষের!"

বাংলাদেশঃ দ্য টাইগার!

 বাংলাদেশঃ দ্য টাইগার!

- সাকিব জামাল


বড়লোকের বেটি লো,

গ্রিস, শ্রীলঙ্কা আমার ভয়ের কারণ!

আমি বরং কৃষ্ণাণীর প্রেমেই থাকি!

থাকি নদীমাতৃক, 

                 থাকি কবিতামাতৃক। 

স্বনির্ভর সংসার গড়ে-

তারপর বুঝবো ইকনমিকস্!

প্রেমের ছবক না দিলেও কেউ,

আমি প্রেম করতে শিখেছি- 

একাত্তর থেকে। 

মনে রেখো,

স্বদেশ আমার, নয় উর্বরহীনতার! 

একদিন এগিয়ে যাবোই...

চৈতালি দহন

 চৈতালি দহন

- সাকিব জামাল


তোমার বিরহে-

চৈতালি দহন। শিমুল তুলো হয়ে উড়ি!

অপেক্ষায়, চোখে আবীরের রঙ।

ফাগুন ভেসে গেছে, সর্ষেফুল হয়ে!

অপ্রাপ্তবয়স্ক সুশাসন এখনো-

আমার জমিনে!