রবিবার, ৩ এপ্রিল, ২০২২

বাংলাদেশঃ দ্য টাইগার!

 বাংলাদেশঃ দ্য টাইগার!

- সাকিব জামাল


বড়লোকের বেটি লো,

গ্রিস, শ্রীলঙ্কা আমার ভয়ের কারণ!

আমি বরং কৃষ্ণাণীর প্রেমেই থাকি!

থাকি নদীমাতৃক, 

                 থাকি কবিতামাতৃক। 

স্বনির্ভর সংসার গড়ে-

তারপর বুঝবো ইকনমিকস্!

প্রেমের ছবক না দিলেও কেউ,

আমি প্রেম করতে শিখেছি- 

একাত্তর থেকে। 

মনে রেখো,

স্বদেশ আমার, নয় উর্বরহীনতার! 

একদিন এগিয়ে যাবোই...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন