রবিবার, ৩ এপ্রিল, ২০২২

নো দাইসেল্ফ

 নো দাইসেল্ফ

- সাকিব জামাল


তিন'শ ষাট ডিগ্রি চোখে,

গভীর অন্ধকারে, একদিন নিজেকে দেখেছি-

স্বভাবে আমিও গিরগিটিঃ 

রূপ বদলাই- মোহে!

প্রয়োজনে অথবা অপ্রয়োজনে-

নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি পৃথিবীর ধোঁকায়।

অতঃপর, দুঃখে কাঁদি- 

ব্যর্থ জনম।

স্ব-পাঠ শেষে, বলি,

"আমার কেবলই রূপ হোক মানুষের!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন