সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
চৈতালি দহন
- সাকিব জামাল
তোমার বিরহে-
চৈতালি দহন। শিমুল তুলো হয়ে উড়ি!
অপেক্ষায়, চোখে আবীরের রঙ।
ফাগুন ভেসে গেছে, সর্ষেফুল হয়ে!
অপ্রাপ্তবয়স্ক সুশাসন এখনো-
আমার জমিনে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন