রবিবার, ১ অক্টোবর, ২০২৩

হৃদয়পোড়া গন্ধ

 হৃদয়পোড়া গন্ধ

- সাকিব জামাল


হৃদয়পোড়া গন্ধ আমার, মেখে দিয়েছি শিউলি ফুলের গায়।

কোন এক সকালে তুমি এসে দেখো

ক্যামন বেদনা বিধুর চোখে চেয়ে আছি

বিচ্ছিন্নতাবোধের একেলা জনমে!

লোনা হয়ে গেছে শিশিরের জল।

বিষন্ন সবুজ প্রান্তরে এখন, 

কেউ মালা গাঁথার বায়না ধরে না।

অন্ধকারে ছেড়ে যাবার উৎসবে- ক্লান্ত শাদা মনফুল আমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন