রবিবার, ১ অক্টোবর, ২০২৩

রাঘব বোয়াল

 রাঘব বোয়াল

- সাকিব জামাল


তখন বয়স আমার হয়তো ষোল কি সতেরো!

এক বিকেলে বললো দাদাভাই,

চলো, আমরা নদীতে মাছ ধরতে যাই। 

ভীষণ মজা হবে! জাল আর নাও বের করো।

সেই বিকেলে জাল টেনে পেলাম কিছু চুনোপুটি

খানিকটা জাল গেল ছিড়ে।

দাদাভাইকে জিজ্ঞেস করলাম,

এখানে হলো কী রে!

জবাব এলো, বড় একটি বোয়াল বোধহয়

পড়েছিল ধরা। আহা, গেছে বেরিয়ে!

"চুনোপুটি ধরা খায়,

রাঘব বোয়াল বেরিয়ে যায়!"

সেই গল্প, এই স্মৃতি এখনও আমার, 

জীবন চলার বাঁকে বাঁকে মনে পড়ে বারবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন