রবিবার, ১ অক্টোবর, ২০২৩

রিভলভিং চেয়ার

 রিভলভিং চেয়ার

- সাকিব জামাল


ভেবেছিলাম ফিক্সড পলিসি ফলোয়ার

অথচ চরিত্র সূর্যমুখী! ভৌগোলিক সূত্রে-

অদ্ভুত অস্থিতিশীল মন। 

দৃশ্যমান কিংবা অদৃশ্য ইকোনোমিক ব্যাকরণে 

সাজানো রিভলভিং চেয়ার।

বড়'রা বোধহয়, এমনই হয়! 

দিন শেষে, ক্লান্ত সব 'এলডিসি' প্রাণ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন