আজব হাওয়া'র ঘর
- সাকিব জামাল
পৃথিবীতে প্রথমে আদম
হাওয়া আইলো পরে,
এখন আদম জন্ম লয়
আজব হাওয়া'র ঘরে!
খালি চোখে বুঝবি না মন
অপূর্ব এই কুদরতি,
কোন নিগূঢ় রহস্য খেলায়
নারী হইল মহামতি?
সময় কাটার উজান ধরে
দেখো না মন তাওয়াফ করে
ভাগ্যগুনে মেলে মনের মানুষ
মহামতি'র কৃপা তরে!
শোনো, এই মহা খেলায়-
আছে জয় আছে যে লয়!
সাবধানে তাই চালাও তরি
নারীর ঐ সাধন ঘরে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন