শনিবার, ১৫ জুন, ২০২৪

মেঘ হবো

 মেঘ হবো

- সাকিব জামাল


ইচ্ছে আমার, মেঘ হয়ে- 

আকাশপাড়ায় উড়বো, 

দহনকালের দিনে-রাতে 

বৃষ্টি হয়ে ঝরবো। 

আমায় তখন ছুঁয়ে দেবে 

ভালোবেসে সবাই, 

গ্রীষ্মতাপে তাইতো আমি 

বর্ষার গান গাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন