শনিবার, ২৯ জুন, ২০২৪

কেউ তো আসেনি কাছে

 কেউ তো আসেনি কাছে

- সাকিব জামাল


কেউ তো আসেনি কাছে! 

তবে পাশাপাশি অনেকে হেটেছেন 

হাত ধরেছেন স্বল্প সময়ের সঙ্গে 

কথা বলেছেন, অঙ্গীকার করেছেন 

ভালো বাসবেন বলে। 

আমি অথবা আমরা 

অথবা আমাদের হৃদয়পুর 

আনন্দিত হয়েছিলো, এই ভেবে- 

প্রেমের নাও বুঝি চলবে এবার 

দ্রুত গতিতে না হোক স্থবিরতা হয়তো 

ভেঙে যাবে কিছুটা- সুশাসনের স্রোতে। 

অথচ সময় কেটে গেল, গুরুত্বপূর্ণ বাহাসে 

প্রিয়তম কমরেড, নির্বাক হয়ে গেলেন। 

আবারও ঘরে ফিরে গেলাম- 

ভালোবাসা হীনতায়। 

কেউ তো আসেনি কাছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন