রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

উত্তরকাল

 উত্তরকাল

- সাকিব জামাল


পরতি সন্ধ্যাকালের পাখি আমি এখন! 

নীড় নাই, তীর নাই পথে 

দুঃখ সঙ্গমরত। 

মাত্র কয়েকটা দিন গান করেছি; 

এই জনমে, 

পাহাড় বিদীর্ণ হয়ে 

ঝর্ণা হয়েছিল প্রথম সেইকালে। 

ঝর্ণা, শুনেছি বহমান। গোলাপ রঙ! 

নীল তিমি সাঁতার কাটে। 

সুরে তাল মেলে না আমার! অর্থনীতি বুঝি নাই। 

অথচ রেঁনেসা কাল শেষ তাদের। 

আর আমি নীড় নাই, তীর নাই পথে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন