সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
বড় চোর
- সাকিব জামাল
বড় চোরে চুরি করে
রাতে নয় দিনে,
রাষ্ট্র বসে হিসাব কষে
মাথাপিছু ঋণে।
ঋণখেলাপি, ঘুষখোর
ওরা দুর্নীতিবাজ।
লুটপাট করাই হলো
ওদের নিত্য কাজ!
আইনের ফাঁক ফোকরে
যায় না ধরা চোর,
সামাজিক বয়কট হোক
আসল বিচার ওর!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন