শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

সবার আগে বাংলাদেশ

 সবার আগে বাংলাদেশ

- সাকিব জামাল


   মা আমার বাংলাদেশি 

বাবাও এই মাটিরই লোক, 

বাংলাদেশি জাতীয়তাবাদ 

  আমার পরিচয় হোক। 


এই দেশের মাটি ও মানুষ 

সুখ আমার, আমার বেদনা! 

"সবার আগে বাংলাদেশ" 

   এটাই আমার চেতনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন