শনিবার, ২২ মার্চ, ২০২৫

জোনাকি হতাম যদি

 জোনাকি হতাম যদি

- সাকিব জামাল


এই বসন্তে জোনাকিরা 

   হোগলা বনে নাঁচে, 

কী দারুণ জনম ওদের 

   আনন্দে সদা বাঁচে! 

দখিনা বাতাস সুরে সুরে 

জোনাকির ঘরে আসে, 

নদীর জল করে টলমল 

জোছনায় চাঁদ ভাসে। 

এমন একটা জীবন যদি 

  আমিও পেতাম ভাই, 

হোগলা বনে গড়ে নিতাম 

  আমার সুখের ঠাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন