শনিবার, ২২ মার্চ, ২০২৫

সমুদ্রে যাবো

 সমুদ্রে যাবো

- সাকিব জামাল


মনে আমার 

           ইচ্ছে ভীষণ 

সমুদ্রেতে যাবো, 

নীল জলের 

            প্রাণীর সাথে 

খুশিতে হারাবো। 


হাঙ্গর দেখবো 

       ইলিশ দেখবো 

দেখবো নীল তিমি, 

অক্টোপাস আর 

      ডলফিনের সাথে 

করবো দুষ্টুমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন