সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
সমুদ্রে যাবো
- সাকিব জামাল
মনে আমার
ইচ্ছে ভীষণ
সমুদ্রেতে যাবো,
নীল জলের
প্রাণীর সাথে
খুশিতে হারাবো।
হাঙ্গর দেখবো
ইলিশ দেখবো
দেখবো নীল তিমি,
অক্টোপাস আর
ডলফিনের সাথে
করবো দুষ্টুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন