সাকিব জামাল-এর কবিতা, গান, প্রবন্ধ, কলাম, অনুবাদ ইত্যাদি সৃজনশীল কর্মকান্ডের সমাহার।
ফুটিল ফুল যখন প্রথম
- সাকিব জামাল
ছলে;
ভেসে যাই আমি
মায়াবী মোহনায়।
জলে;
ডুবে যায়
এক ফালি চাঁদ।
নীল আকাশ;
এলোমেলো কাঁপে
নদীর হাওয়ায়।
উড়াল পাখি'র
দুই পা উপরে,
বেদনায়;
ডানা ঝাপটায়
হায়, হায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন