তৃষ্ণার্ত চাতক উড়ন্ত বেশে পড়লো প্রেমে সাগর জলকণার
জলকণা বলে - অপেক্ষা করো আমার মেঘ বালিকা হবার ।
অত:পর প্রহর শুরু অপেক্ষায়-
চাতক ওড়ে, প্রার্থণা করে, বলে- আমি জ্বলি ক্ষতি নেই তায়!
সূর্য তুমি বাড়াও তোমার আলোক
তবুও আমার প্রেমের জলকণা দ্রুত মেঘ বালিকা হোক ।
খরতাপে জলকণা পেল মেঘবালিকার বেশ
বয়ে এসে পবন বলে চলো- দুর পাহাড়ের দেশ ।
চাতক প্রেমে মেঘ বালিকা অসহায় তাকিয়ে রয়
মনে ভাবে- নিজে হবো ক্ষয় ।
সেথায় যেয়ে বৃষ্টি হবো
চাতক যেথা রয় !
হঠাৎ করে শীতল হাওয়ার বান
মেঘ বালিকা বৃষ্টি হলো চাতক করে পান !
খুশি মনে চাতক ওড়ে,
জলকণাকে ফের মনে পড়ে,
এমন সময় কোথা থেকে ভেসে আসে দৈবিক সুরে গান-
“তোমার হল শুরু, আমার হল সারা”–শুনে চির দু:খে কাঁদে চাতকের মন প্রাণ ।
জলকণা বলে - অপেক্ষা করো আমার মেঘ বালিকা হবার ।
অত:পর প্রহর শুরু অপেক্ষায়-
চাতক ওড়ে, প্রার্থণা করে, বলে- আমি জ্বলি ক্ষতি নেই তায়!
সূর্য তুমি বাড়াও তোমার আলোক
তবুও আমার প্রেমের জলকণা দ্রুত মেঘ বালিকা হোক ।
খরতাপে জলকণা পেল মেঘবালিকার বেশ
বয়ে এসে পবন বলে চলো- দুর পাহাড়ের দেশ ।
চাতক প্রেমে মেঘ বালিকা অসহায় তাকিয়ে রয়
মনে ভাবে- নিজে হবো ক্ষয় ।
সেথায় যেয়ে বৃষ্টি হবো
চাতক যেথা রয় !
হঠাৎ করে শীতল হাওয়ার বান
মেঘ বালিকা বৃষ্টি হলো চাতক করে পান !
খুশি মনে চাতক ওড়ে,
জলকণাকে ফের মনে পড়ে,
এমন সময় কোথা থেকে ভেসে আসে দৈবিক সুরে গান-
“তোমার হল শুরু, আমার হল সারা”–শুনে চির দু:খে কাঁদে চাতকের মন প্রাণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন