সোমবার, ২৪ জুলাই, ২০১৭

ভালোবাসা ভীষণ ক্ষমতাবান

ভালোবাসা : ভীষণ ক্ষমতাবান
সে মরুভূমি করতে পারে নিমিষেই ফুলে-ফলে শোভিত শ্যামল উদ্যান ।


ভালোবাসা : ভীষণ ক্ষমতাবান
সে শত্রুতা করতে পারে চিরস্থায়ী বন্ধুতা দিয়ে প্রতিস্থাপন ।


ভালোবাসা : ভীষণ ক্ষমতাবান
সে ঘৃণার আগুন নিভিয়ে সেথায় করে বপন হৃদ্ধতার বন্ধন আবহমান ।


ভালোবাসা : ভীষণ ক্ষমতাবান
সে ডাকাতকে করতে পারে দরবেশে রূপায়ন ।


ভালোবাসা : ভীষণ ক্ষমতাবান
সে বঞ্চিত মানবতাকে করতে পারে যথাযথ অধিকারের আলোয় বহ্নিমান  ।


ভালোবাসা : ভীষণ ক্ষমতাবান ।
ভালোবাসা : ভীষণ ক্ষমতাবান । ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন