ঈদ এলো খুশি নিয়ে, মন আজ মাতলো
আনন্দ আলোয় বিষাদ গেলো, হৃদয় সুখে ভাসলো ।
ভুলেছে সবাই আজ ভেদাভেদ, হলো সবাই আপনজন
মানুষে মানুষ ভালোবেসে যেন স্বর্গ রচেছে এ ভুবন ।
অহমিকা দুরে ঠেলে ধনী-গরীব আজ এক কাতার
রবকে খুশি করতে- করছে সবাই হৃদয় উজার ।
সারা বছর এমন আনন্দে যেন কাটে সবার জীবন
এই আশাতে মুসলীম উম্মাহ করছে ঈদ উদযাপন ।
ঈদ মোবারক ধ্বনিতে বাজুক সদা সুখের সুরের ব্যঞ্জনা
সফল হোক মানব সকল, কেবল আল্লাহর রহমতই আজ কামনা ।
আনন্দ আলোয় বিষাদ গেলো, হৃদয় সুখে ভাসলো ।
ভুলেছে সবাই আজ ভেদাভেদ, হলো সবাই আপনজন
মানুষে মানুষ ভালোবেসে যেন স্বর্গ রচেছে এ ভুবন ।
অহমিকা দুরে ঠেলে ধনী-গরীব আজ এক কাতার
রবকে খুশি করতে- করছে সবাই হৃদয় উজার ।
সারা বছর এমন আনন্দে যেন কাটে সবার জীবন
এই আশাতে মুসলীম উম্মাহ করছে ঈদ উদযাপন ।
ঈদ মোবারক ধ্বনিতে বাজুক সদা সুখের সুরের ব্যঞ্জনা
সফল হোক মানব সকল, কেবল আল্লাহর রহমতই আজ কামনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন