কোথাও কোন অনিয়ম দেখছেন
শোষণ, নিপীড়ন, নির্যাতন, দুর্নীতি দেখছেন
যা দেখছেন
তাই লেখেন
এই ধংসস্তুপে বসে-
কবিতার ব্যাকরণ মানার কোন দরকার নাই !
এই পৃথিবীকে সুন্দর করতে-
এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে-
এই পৃথিবীকে গড়তে-
এমন কবিতা সবাই লিখুন ।
কলমের কসম-
এখন ওটাই কবিতা ।
শোষণ, নিপীড়ন, নির্যাতন, দুর্নীতি দেখছেন
যা দেখছেন
তাই লেখেন
এই ধংসস্তুপে বসে-
কবিতার ব্যাকরণ মানার কোন দরকার নাই !
এই পৃথিবীকে সুন্দর করতে-
এই পৃথিবীকে বাসযোগ্য রাখতে-
এই পৃথিবীকে গড়তে-
এমন কবিতা সবাই লিখুন ।
কলমের কসম-
এখন ওটাই কবিতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন